নাটোরের লালপুরে পৃথক স্থান থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ জানুয়ারি) সকালে কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা এলাকায় স্থানীয়রা মাঠে কৃষি জমিতে কাজ করতে যাওয়ার সময় গম ক্ষেতে অজ্ঞাত তরুণের মরদেহ দেখতে পায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।অপরদিকে উপজেলার এবি ইউনিয়নের পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশে অজ্ঞাত তরুণীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, দুই ইউনিয়ন থেকে অজ্ঞাত এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।