সাবেক এম.এন.এ. চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অ্যাডভোকেট রইস উদ্দিন আহম্মেদ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ ও ২০২০ সালের জেএসসিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে ৪২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫ জন ছাত্রী ও ১ জন ছাত্র রয়েছে।
এ-উপলক্ষে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক মো. তসলিম উদ্দিন, প্রধান শিক্ষক এনামুল হক, কামাল হোসেন। এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- শামীম আহমেদ ও নাঈম উজ জামান। এ-সময় অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম রইস উদ্দিন আহম্মেদ ১৮৯৭ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৮১ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার কন্যা মিরাতুল মহলের উদ্যোগে এই ট্রাস্ট গঠন করা হয়।