চাঁপইনবাবগঞ্জ জেলার চার পৌরসভা ও ৫ উপজেলায় আগামী ৫ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ছয় সপ্তাহব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবার এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩ লাখ ৯৩ হাজার ৭৮১ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান করা হবে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টিকাদান কর্মসূচি সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ২ দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ রবিবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
সিভিল সার্জন জানান, ১ হাজার ২০৫টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীসহ ৫ জন করে জনবল নিয়োজিত থাকবে। তারা স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে। ক্যাম্পেইন সফল করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, ইপিআই সুপারিনটেনডেন্ট, স্বাস্থ্য শিক্ষা অফিসার ও পাবলিক হেলথ নার্সদের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দুই দিনের এই প্রশিক্ষণ শেষে তারা উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন বাস্তবায়নকারীদের প্রশিক্ষণ প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্যাসিলেটেটর ডা. মাহমুদ হাসান ফয়সাল ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মাতিন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুর আরো জানান, চলতি বছরের ১৮ মার্চ হতে ১১ এপ্রিল পর্যন্ত প্রস্তাবিত হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন অনুষ্ঠানের সরকারি সিদ্ধান্ত থাকলেও কোভিড-১৯ বৈশ্বিক মহামারিজনিত উদ্ভূত পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। তিনি বলেন, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনাসাপেক্ষে সরকার যত দ্রুত সম্ভব স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন হবে না। সেই কারণে টিকাদান কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।